১৬ লাখ চ্যানেল, ৭৮ লাখ ভিডিও রিমুভ করলো ইউটিউব!! - Bangla Tech Projukti

Header Ads

১৬ লাখ চ্যানেল, ৭৮ লাখ ভিডিও রিমুভ করলো ইউটিউব!!

১৬ লাখ চ্যানেল, ৭৮ লাখ ভিডিও রিমুভ করলো ইউটিউব!!Image result for Youtube deleted channel;
২০১৮ এর ৩য় কোয়ার্টারে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব সাড়ে ৭৮ লাখ ভিডিও এবং ২২৪ মিলিয়ন কমেন্ট মুছে দিয়েছে। সেই সাথে ১৬ লাখ চ্যানেল বন্ধ করা হয়েছে। ইউটিউবের ইতিহাসে এতগুলো চ্যানেল প্রথমবার বন্ধ করা হলো। ইউটিউবের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরানো হয়েছে এসব ভিডিও।
ইউটিউব এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের নীতিমালা ভঙ্গ করে—এমন কোনো ভিডিও শনাক্ত করতে পারলে সেগুলো আমরা সরিয়ে দেই। পাশাপাশি ওই চ্যানেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করি। যেসব ভিডিও ইউটিউবে দেওয়া নিষিদ্ধ, ওই ধরনের কোনো ভিডিও আমাদের প্ল্যাটফর্মে দেখা গেলে পুরো চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। এমনকি মাত্র একটি ভিডিও যদি নীতিমালার বাইরে থাকে তাহলেও চ্যানেল বন্ধ করা হয়।’
প্রতিষ্ঠানটি ইউটিউবে অনুপযুক্ত কনটেন্ট সরাতে প্রযুক্তিসহ মনুষ্য পর্যবেক্ষক ব্যবহার করছে। এই কাজে ২০১৭ সাল থেকে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আসছে ইউটিউব।
ইউটিউবের সেরিয়ে ফেলা ভিডিওর মধ্যে স্পাম বা অ্যাডাল্ট কনটেন্ট, বিদ্বেষপূর্ণ বক্তব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের বক্তব্যর ভিডিওই ৯০ শতাংশ।

No comments

Powered by Blogger.